বাংলাদেশ থেকে গরু পাচারকারীদের হামলা। উত্তেজনা দার্জিলিং (Darjeeling) জেলার রাজগঞ্জে। জানা গেছে, পড়শি দেশের পঞ্চগড় জেলা থেকে সীমান্ত পেরিয়ে হামলা চালায় বাংলাদেশের পাচারকারীরা। তাদের বাধা দেন বিএসএফ রক্ষীরা। সংঘর্ষে কয়েকজন জখম।
বিএসএফ জানিয়েছে, শনিবার (৮ মার্চ) ভোরে বাংলাদেশি চোরাকারবারীদের একটি দল অবৈধভাবে দার্জিলিং জেলার লাগোয়া আন্তর্জাতিক সীমান্তের খালপাড়াতে ঢোকার চেষ্টা করে। এলাকাটি রাজগঞ্জ থানার অন্তর্গত। চোরাচালানের উদ্দেশ্য নিয়ে সীমান্ত বেড়া লঙ্ঘন করে তারা। তাদের কাছে লাঠি এবং তারের কাটার ছিল।
অনুপ্রবেশকারীগের রুখতে বিএসএফ আসে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ রক্ষীদের উপর চড়াও হয়। তখন গুলি চালান রক্ষীরা। কিন্তু দুর্বৃত্তরা তাদের আগ্রাসন অব্যাহত রাখে এবং বিএসএফ জওয়ানদের ঘেরাও করে। দুষ্কৃতীরা বিএসএফ রক্ষীদের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। ধাক্কাধাক্কিতে একজন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়।
হামলাকারীরা পাচার কাজে জড়িত। ফের গুলি চালানো হলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশির সময় একজন আহত চোরাকারবারীকে পাওয়া যায় যে পরে আহত অবস্থায় মারা যায়। হামলায় ব্যবহৃত লাঠিসহ ২টি গবাদি পশু বাজেয়াপ্ত করা হয়েছে।