Darjeeling: রাজ্য ভাগের দাবিতে পাহাড়ে বনধ হচ্ছে না, জানালেন তামাং

Binoy tamang

মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি উড়িয়ে মাধ্যমিকের দিনেই গোর্খাল্যান্ড (gorkhaland) দাবিতে পাহাড় (Darjeeling) বনধ হবে বলে অনড় ছিলেন বিনয় তামাং। সেই মতো পাহাড় থেকে পর্যটকদের হুড়মুড়িয়ে নেমে আসা লক্ষ্য করা যাচ্ছিল।

এবার তামাং জানালেন বৃহস্পতিবার বনধ হচ্ছে না। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়ার হলো। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ছিল বনধ করতে দেব না। আর বিনয় তামাং বলেছিলেন, বনধ হবেই।

   

মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কোনও অবস্থায় বনধ মেনে নেবে না রাজ্য সরকার। নিজেদের অবস্থানে অনড় থেকেই বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় বনধ হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। এদিকে বনধের প্রভাবে পাহাড়ি এলাকা থেকে সমতলের দিকে যাতায়াত থমকে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়। প্রশাসন বনধ রুখবে বলে জানান মুখ্যমন্ত্রী।

বিধানসভায় রাজ্য ভাগ দাবির বিপক্ষে প্রস্তাব পাশ হবার পর গোর্খাল্যান্ড ইস্যুতে গরম হাওয়া পাহাড়ে।তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার বিধায়ক শান্তা ছেত্রী জানান বনধ্ হবে না। প্রশাসন কড়া হাতে বনধ্ এর মোকাবিলা করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন