KKR team: ইডেনে নাইট-শিবির মার্চেই, থাকবেন রাসেল, নারাইন শাকিবরা

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের (Jadavpur University Salt Lake Campus) মাঠেই প্রস্তুতি শুরু কেকেআর দলের (KKR team)।

KKR team

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের (Jadavpur University Salt Lake Campus) মাঠেই প্রস্তুতি শুরু কেকেআর দলের (KKR team)। কলকাতা নাইট রাইডার্সের আবাসিক শিবির কলকাতাতেই।

মুম্বইয়ে কেকেআরের ক্যাম্পে প্রাক-মরসুম প্রস্তুতিতে ঘরোয়া ক্রিকেটারেরা অনুশীলন করেছেন। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লিটন দাস, শাকিব-আল-হাসানরা মার্চের দ্বিতীয় সপ্তাহতেই ভারতে পা রাখছেন। শ্রেয়স আইয়ার যোগ দেবেন ২৩ মার্চের পরে, ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ শেষে।

   

নাইটদের মেন্টর অভিষেক নায়ারের তত্ত্বাবধানে কেকেআরের প্রাক-মরসুম প্রস্তুতিতে ছিলেন বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা ও সিভি বরুণ। আইপিএলের শিবিরে ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। ইডেনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে ব্যর্থ আবু ধাবি নাইট রাইডার্স। ২০১৪ সালের পর থেকে নাইট শিবির আইপিএলে ট্রফির মুখ দেখেনি। গৌতম গম্ভীরের নেতৃত্বেই শেষ বার কাপ তুলেছে কেকেআর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স খেতাব জিতলেও আইপিএল যাত্রা থেমে গিয়েছে প্লে-অফেই।

আইপিএলে খালি হাতে ফিরতে চায় না দল। চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণে এ বার ট্রফি তুলতে মরিয়া কেকেআর। নাইট কর্তারা ইডেনে দ্রুত অনুশীলনের পরিকল্পনা করেছেন কোচের সঙ্গে।