Darjeeling: দার্জিলিংয়ে থাপা রাজত্ব কায়েম, তৃণমূল ছেড়ে বিনয়ের নতুন রাজনীতি

Binay Tamang

দল ছাড়বার ইঙ্গিত দিলেন বিনয় তামাং (Binay Tamang)।  বিমল গুরুঙের দিল্লির সভায় উপস্থিত থাকবার পরে তৃণমূল কংগ্রেস ছাড়বার ইঙ্গিত দিলেন বিনয় তামাং। এদিকে দার্জিলিং পুরসভার অনাস্থা ভোটাভুটির কারনে পাহাড়ে গন্ডগোলের আশঙ্কা করছে প্রশাসন। এরই মধ্যে বিনয় তামাং এর এই ঘোষনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে পাহাড়ে।

দার্জিলিং পুরসভার দখল নিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপার নেতৃত্বাধীন জোট। তৃণমূলের সঙ্গে জোট করে আস্থা ভোটে জয় ছিনিয়ে নিলেন তাঁরা। সূত্রের খবর, আস্থা ভোটে উপস্থিত ছিলেন না অজয় এডওয়ার্ডের হামরো পার্টির কাউন্সিলররা। উপস্থিত ছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলররা।

   

তৃণমূলের সমর্থন নিয়ে পাহাড়ে বদলের ডাক দিয়েছিল অনীত থাপার দল। দার্জিলিং পৌরসভা দখলের প্রক্রিয়া তখন থেকেই শুরু হয়েছিল। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের তরফে সবুজ সংকেত পেতেই বিষয়টি আরও জোরদার হয়। বুধবার সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এল অনীত থাপার দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন