Gold Robbery: বিপুল সোনা ডাকাতি, পুলিশি অভিযানে ডানকুনি সরগরম

দিনভর রোমহর্ষক ডাকাতির (Gold Robbery) ঘটনা, পুলিশের অভিযান ও বিপুল সোনা উদ্ধারে সরগরম ডানকুনি। হুগলি (Hooghly)জেলা পুলিশ করছে তদন্ত। বৃহস্পতিবার এমনই ছিল (Dankuni) ডানকুনি। বৃহস্পতিবার…

Dankuni-robbery

দিনভর রোমহর্ষক ডাকাতির (Gold Robbery) ঘটনা, পুলিশের অভিযান ও বিপুল সোনা উদ্ধারে সরগরম ডানকুনি। হুগলি (Hooghly)জেলা পুলিশ করছে তদন্ত। বৃহস্পতিবার এমনই ছিল (Dankuni) ডানকুনি।

বৃহস্পতিবার ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের টিএন মুখার্জি রোডের ওপর একটি সোনার দোকানে হানা দেয় পাঁচজন দুষ্কৃতি। তারা দোকানে ঢুকে কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা লুঠ করে। ডাকাতির সময় দোকানে কয়েকজন ক্রেতা ছিলেন।তাদেরও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় আটকে রাখা হয়। সবার সামলে ওই পাঁচ দুষ্কৃতি ব্যাগের মধ্যে সোনার গহনা ও নগদ টাকা ঢুকিয়ে পালায়।

ডানকুনির মতো জনবহুল এলাকায় সোনার দোকানে এই ডাকাতি তীব্র চাঞ্চল্যকর। খবর পেয়ে দ্রুক তদন্তে নামে ডানকুনি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়।

Advertisements

এই ঘটনার পর ডাকাতদের ধরতে শুরু নাকা চেকিং। হুগলি জেলার সঙ্গে পার্শ্ববর্তী সব জেলার সীমানা চেকপোস্টে রাখা হয় কড়া নজরদারি। আর ডানকুনি জুড়ে শুরু হয় পুলিশি তল্লাশি। আর পালাতে পারেনি ডাকাত দল। ঘটনাস্থলে আলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ধৃত ডাকাতদের জেরা করে তাদের আরও পরিকল্পনার কথা বের করছে পুলিশ।