‘কালী’ বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিল দক্ষিণেশ্বর মন্দির

mahua moitra kaali

‘কালী’ বিতর্ককে ঘিরে সরগরম গোটা দেশ। একদিকে পরিচালক লীনা মানিমেকালাইয়ের আসন্ন সিনেমা ‘কালী’ র পোস্টার, অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মা কালীর মদ, মাংস ভক্ষণকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এরই মাঝে এবার কালী বিতর্কে মুখ খুলল দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar temple)।

Advertisements

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, যে কালী পোশাক পরিহিত এক মহিলাকে একটি চলচ্চিত্রের পোস্টারে ধূমপান করতে দেখা গেছে। মন্দির কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে বলেছে যে মা কালীকে ধূমপান করতে দেখা গেছে এই বিষয়টির আমরা তীব্র নিন্দা জানাই।

   

দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালন সমিতির তরফে বলা হয়, আমরা সকলেই মা কালীর সাধক। তাদের হাতে সিগারেট ধরা হিন্দুদের ভাবাবেগে আঘাত হানতে চলেছে। অনেক জায়গায় মা কালীকে মদ ও ছাগল বলি দেওয়া হয়। কিন্তু তাদের হাতে সিগারেট দেখানো অত্যন্ত নিন্দনীয়। দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা এর তীব্র বিরোধিতা করে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের তরফে রাজ্য কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

মন্দিরের নামে ভুয়ো টুইটার হ্যান্ডেল চালানোর বিষয়টি তদন্ত করে দেখার কথা বলা হয়েছিল। মন্দির পরিচালন কমিটির কর্তা কুশল চৌধুরী জানান, দক্ষিণেশ্বর কালীমন্দিরের কোনও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements