মাদার ডেয়ারি তেলের দাম কমল ব্যাপক হারে

এবার সাধারণ মানুষকে স্বস্তি দিল মাদার ডেয়ারি (Mother Dairy)। জানা গিয়েছে, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা মাদার ডেয়ারি সয়াবিন, রাইস ব্রান (রাইস ভুসি) তেলের সর্বোচ্চ খুচরা…

এবার সাধারণ মানুষকে স্বস্তি দিল মাদার ডেয়ারি (Mother Dairy)। জানা গিয়েছে, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা মাদার ডেয়ারি সয়াবিন, রাইস ব্রান (রাইস ভুসি) তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ব্যাপকভাবে কমিয়েছে। মাদার ডেয়ারি তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে।

বিশ্ব বাজারে দামের তীব্র পতনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বুধবার ভোজ্যতেল উৎপাদনকারী সব কোম্পানি ও প্রধান উৎপাদনকারীদের নিয়ে একটি বৈঠক ডেকেছিল। এই বৈঠকে খাদ্যসচিব সুধাংশু পান্ডে সংস্থাগুলিকে তেলের দাম কমার সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভোজ্যতেল সংস্থাগুলিকে এক সপ্তাহের মধ্যে প্রতি লিটারে ১০ টাকা দাম কমানোর নির্দেশ দিয়েছিল খাদ্য ও গণবন্টন দফতর। এছাড়া একই ব্র্যান্ডের ভোজ্যতেলের জন্য সারা দেশে একই এমআরপি রাখতে কোম্পানিগুলোকে বলেছে সরকার। একই সঙ্গে খাবারের প্যাকেটে ছাপানো ওজনের চেয়ে কম পরিমাণে গ্রাহকেরা পাওয়ার অভিযোগ দ্রুত মিটিয়ে নিতে তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, আরও ১০ থেকে ১৫ শতাংশ দাম কমতে পারে।