সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি

নয়াদিল্লি: সোমবারের পর মঙ্গলবার, ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ (Dearness Allowance) মামলার শুনানি৷ এদিন, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতারের বেঞ্চে এই মামলার শুনানি…

ssc case supreme court

নয়াদিল্লি: সোমবারের পর মঙ্গলবার, ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ (Dearness Allowance) মামলার শুনানি৷ এদিন, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতারের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের সূত্রে জানা গিয়েছে, আজকের শুনানিতে মামলাকারীদের একজন আইনজীবী উপস্থিত ছিলেন না। আইনজীবীদের একাংশের মতে, এ কারণেই শুনানি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী তারিখে মামলা কখন হবে, তা শীর্ষ আদালত ঘোষণা করবে। 

রাজ্য সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, আদালতকে মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার জন্য আর্জি দেওয়া হয়েছিল এবং তা শীর্ষ আদালত মঞ্জুর করেছে। তবে পরবর্তী শুনানির সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশিত হয়নি।

   

মামলার প্রেক্ষাপট

মহার্ঘ ভাতা মামলার প্রেক্ষাপট দীর্ঘ। মামলাটির মূল দাবি হল, কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ (Dearness Allowance) প্রদান করে, সেই একই হারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদেরও ডিএ দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন মামলা দায়ের করেছেন। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (এসএটি) ও কলকাতা হাই কোর্টে মামলা শুরু হয়, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টে ওঠে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল, রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারের ডিএ পাওয়ার যোগ্য। কিন্তু রাজ্য সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।

বকেয়া ডিএ মেটানোর নির্দেশ DA Hearing postponded

শীর্ষ আদালত ইতিমধ্যে রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আর্থিক সঙ্কট ও ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত বরাদ্দ না থাকায় আরও সময় প্রয়োজন। রাজ্য দাবি করেছে, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় এবং কর্মচারীদের মৌলিক অধিকারও নয়। এছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন হওয়ায় কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএ সরাসরি তুলনা করা যায় না।

Advertisements

অন্যদিকে মামলাকারীরা বলেন, নির্দিষ্ট সময়মতো ডিএ দেওয়া সরকারের নীতি অনুযায়ী বাধ্যতামূলক। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ প্রদানের নিয়ম রয়েছে। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া যেতে পারে।

মামলার শুনানি গত ৪ আগস্ট থেকে ৭ আগস্ট প্রতিদিনই বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে চলেছে। ১২ আগস্টও সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গিয়েছিল। এই আবহে আগস্ট মাসে পরপর দুইবার মহার্ঘ ভাতা মামলার শুনানি পিছিয়ে গিয়েছে৷ 

West Bengal: The Supreme Court has once again postponed the hearing of the long-standing Dearness Allowance (DA) case. The case was scheduled to be heard before the bench of Justices Sanjay Karol and Sandeep Mehta. This latest delay raises further questions about the future of the DA for government employees.