পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপ বুধবার (২৩ অক্টোবর) ভোরে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) রূপ নিয়েছে। IMD আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে এমন়ই জানানো হয়েছে। এই ঝড়ের নাম দানা। ঘূর্ণিঝড় দানা বুধবার আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে, অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
আকাশবাণী সংবাদ জানাচ্ছে, ২৪ তারিখেই রাত ১১টা ৩০ মিনিট থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে দানা স্থলভাগে ঢুকছে। ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
ঝড়ের আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকার লক্ষ লক্ষ বাসিন্দাদের সরানো হয়েছে। ওড়িশার মতো পশ্চিমবঙ্গের উপকূল সৈকত পর্যটন এলাকার হোটেল খালি করার নির্দেশ এসেছে। এ রাজ্যের দিঘা, বকখালি, সাগরদ্বীপ, মন্দারমনি, জুনপুট ও সুন্দরবনের লাগোয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়।