লুকিয়ে সাগর দানব দানা’র তাণ্ডব দেখবে সিসিটিভি, ছবি পাঠাবে কন্ট্রোলরুমে

ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) তৈরি হয়েছে। হু হু করে তেড়ে আসছে বঙ্গোপসাগরের দানব! কেমন তার চেহারা? কীরকম তার তাণ্ডব? এসবই আবহাওয়া বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন। কারণ…

ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) তৈরি হয়েছে। হু হু করে তেড়ে আসছে বঙ্গোপসাগরের দানব! কেমন তার চেহারা? কীরকম তার তাণ্ডব? এসবই আবহাওয়া বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন। কারণ সামুদ্রিক ঘূর্ণির কোনও বিরাম নেই। নতুন নাম নিয়ে ফের আসবে আরও ঘূর্ণি। ফলে ঘূর্ণির গতি-প্রকৃতির টাটকা ছবি এক্ষেত্রে অতি গুরুত্বপূ্র্ণ। উপগ্রহ চিত্রর পাশাপাশি সিসিটিভি ভিডিও দেখা হবে।

আকাশবাণী সংবাদ জানাচ্ছে, বিভিন্ন উপকূলে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরার ফিড পৌঁছে যাবে সরাসরি কন্ট্রোলরুমে। কলকাতা, জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীরা এই কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা উপস্থিত আছেন। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য

   

ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপ বুধবার (২৩ অক্টোবর) ভোরে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে, অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২৪ তারিখেই রাত ১১টা ৩০ মিনিট থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে ডানা স্থলভাগে ঢুকবে।

ঘূর্ণিঝড় যেই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে উপকূলের জমি স্পর্শ করবে তখন থেকেই নিরাপদস্থানে রাখা সিসিটিভি ঝড় সম্প্রচার করবে। উপকূলের এমন স্থানে এইসব সিসিটিভি রাখা আছে যেখান থেকে নিরাপদে ঝড়ের স্পষ্ট ভিডিও তোলা সম্ভব। বিশেষ তার সংযোগে সিসিটিভি ফুটেজ সরাসরি চলে যাবে কন্ট্রোলরুমে।

ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

ঝড়ের আশঙ্কায় ওড়িশার মতো পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কতা জারি। এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হলো সরাসরি উপকূল এলাকা। আর উত্তর ২৪ পরগনার কিছু অংশে আছে নদী মোহনার বিস্তীর্ণ অঞ্চল। দিঘা, বকখালি, সাগরদ্বীপ, মন্দারমনি, জুনপুট ও সুন্দরবনের লাগোয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনা অঞ্চলের বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কা।