Cyclone Alert: সাগরের দানব চোখ মেলছে জন্ম নেবে ঘূর্ণিঝড়

প্রবল দাবদাহের পর কালবৈশাখীর টানে বৃষ্টিতে স্বস্তি এলেও আবহাওয়া বিভাগের সতর্কতায় উপকূলীয় এলাকায় ভয় ছড়াল। মৌসম ভবন জানাচ্ছে বৃহস্পতিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে…

odisha-cyclone-jawad

প্রবল দাবদাহের পর কালবৈশাখীর টানে বৃষ্টিতে স্বস্তি এলেও আবহাওয়া বিভাগের সতর্কতায় উপকূলীয় এলাকায় ভয় ছড়াল। মৌসম ভবন জানাচ্ছে বৃহস্পতিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। (Cyclone Alert)

Advertisements

বঙ্গোপসাগরের এই ঘূর্নিঝড় কি জন্ম নেবে? আবহাওয়া বিভাগে চলছে তথ্য বিশ্লেষণ। মনে করা হচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা।

   

আন্দামান সাগরের পর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে আছড়ে পড়বে সেই ঘূর্ণিঝড়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,আপাতত ঘূর্ণিঝড়টির অভিমুখ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে। দুটি রাজ্যের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের তীরবর্তী পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিস্তির্ণ এলাকা। এছাড়াও উত্তর ২৪ পরগনার কিছু অংশে ঘূর্ণি ঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে। আর ওড়িশার উপকূলের দিকে গেলে সে রাজ্যের উপকূলীয় জেলায় বিপর্যয় সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত।ঝড়বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কিংবা শুক্রবার থেকেই মাঝারি বৃষ্টি হবে গোটা রাজ্যে।