MP: গো হত্যার অভিযোগে দুই আদিবাসীকে পিটিয়ে ‘খুন’

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আইশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বারেবারেই এই অভিযোগ করেছে কংগ্রেস। সেই অভিযোগ যে ভিত্তিহীন নয় তা আরও একবার প্রমাণ হল। শুধুমাত্র গো-হত্যা…

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আইশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বারেবারেই এই অভিযোগ করেছে কংগ্রেস। সেই অভিযোগ যে ভিত্তিহীন নয় তা আরও একবার প্রমাণ হল। শুধুমাত্র গো-হত্যা করেছে এই সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা হল আদিবাসী সম্প্রদায়ের দুই ব্যক্তিকে। গুরুতর জখম হয়েছেন আরও একজন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলার কুরাই থানার সিমারিয়া গ্রামে। এই ঘটনায় প্রায় ২০ জন যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে সিমারিয়া গ্রামের আদাবাসী পাড়ায় পৌঁছয় জনা ২০ স্বঘোযিত গো রক্ষক। তারা একটি পরিবারের দুই সদস্যকে বলে, তারা গো-হত্যা করেছে। এর পরেই গোরক্ষকরা বেধড়ক মারধর শুরু করে। তাদের মারে ওই দুজন মাটিতে লুটিয়ে পড়ে। তাদের বাঁচাতে এসে জখম হয় আরও একজন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। অপর একজন চিকিৎসাধীন।

ঘটনাটি সামনে আসতেই রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছে। অভিযোগ, বিজেপি সরকার মানুষের মৌ

লিক অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপির ইশারাতেই বজরং দলের সদস্যরা এই কাজ করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করা। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে কংগ্রেস।প্রতিবাদ জানাতে কংগ্রেস মঙ্গলবার পথ অবরোধ করে।