Cyclone Alert: আন্দামান থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুক্রবার বঙ্গোপসাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড়। আন্দামানের দিক থেকে ঝড় আসবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের দিকে। তবে ঝড়ের অভিমুখ এই তিন রাজ্যের…

Cyclone Jawad

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুক্রবার বঙ্গোপসাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড়। আন্দামানের দিক থেকে ঝড় আসবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের দিকে। তবে ঝড়ের অভিমুখ এই তিন রাজ্যের কোনদিকে তা শুক্রবার স্পষ্ট হবে। (Cyclone Alert) হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রুপ নেবে।

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে তেড়ে আসবে। ঘূর্ণিঝড়ের জেরে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা আন্দামান নিকবরে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওড়িশা উপকুলের ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। সকলকে নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টায় সুমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Advertisements

পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও সুন্দরবন সংলগ্ন অঞ্চলেও সতর্কতা জারি আছে।