Metro Dairy corruption case: ‘তৃণমূলের হয়ে কাজ করছেন’-চিদম্বরমকে ধুয়ে দিলেন অধীর

মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্স (Metro Dairy corruption case) নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতায় এসে বিতর্কে আইনজীবী ও প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)।…

Metro Dairy corruption case

মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্স (Metro Dairy corruption case) নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতায় এসে বিতর্কে আইনজীবী ও প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) তাঁর দল সতীর্থকে ধুয়ে দিলেন কড়া ভাষায়।

মেট্রো ডেয়ারি কোম্পানিটি রাজ্য সরকারের ছিল। পরে সেই কোম্পানি কেভেন্টার্সের হাতে তুলে দেয় রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এত বড় দুর্নীতির পরেও কেন জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হল? প্রশ্ন তোলেন কংগ্রেসের আইনজীবীরা। তাঁদের তাড়া খান রাজ্য সরকারের হয়ে আইনজীবী চিদম্বরম।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, চিদম্বরম তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। এমনকি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলে কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম আদালতে সওয়াল করছেন রাজ্য সরকারের হয়ে। মামলা লড়ছেন তারই দলের সতীর্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে।

সরকারের হয়ে সওয়াল করতে যেতেই চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল চিদম্বরমের? উঠেছে প্রশ্ন। বিক্ষোভের উত্তাপ চরমে পৌঁছে যায় যখন সুমিত্রা নিয়োগী নামের এক আইনজীবী পি চিদম্বরমকে দেখে তেড়ে যান।

মেট্রো ডেয়ারির বেনিয়মের অভিযোগ তুলে এই মামলা করেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। যেখানে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কংগ্রেস, সেখানে রাজ্যের পক্ষ নিয়ে লড়তে এসেছেন কংগ্রেস নেতা চিগম্বরম তা মেনে নিতে পারেননি অনেকেই।

পি চিদম্বরম প্রসঙ্গে আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি বলেন, তৃণমূলের হয়ে দালালি করতে এসেছিলেন। তারই প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমি প্রশ্ন করেছিলাম, যে জনস্বার্থ মামলাটি অধীর রঞ্জন চৌধুরী করেছিলেন মেট্রো ডায়েরির এত বড় কেলেঙ্কারি নিয়ে, তখন কেন এই মামলা খারিজের দাবি করেছিলেন!

কৌস্তভ বাগচি আরও বলেন, আমার যেমন আইনজীবী হিসেবে একটি সত্ত্বা রয়েছে, তেমনই রাজনৈতিক ভাবে একটি সত্ত্বা রয়েছে। জাতীয় কংগ্রেসের একজন সৈনিক আমি। প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বে রয়েছি। কংগ্রেসের যে লাখ লাখ কর্মীরা রয়েছেন, তাঁদের অনুভূতির জায়গাটা তুলে ধরার জন্য পি চিদম্বরমের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওনাকে বলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রেগে গেলেন পি চিদম্বরম। খারাপ ব্যবহার করতে শুরু করেন। সেই কারণে আমরা তাঁর বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানিয়েছি।