Recruitment: দুর্গা পুজোর আগেই কলেজে ব্যাপক নিয়োগ

দুর্গা পুজোর আগেই কলেজে কলেজে নিয়োগ (recruitment) শুরু। জোর কদমে কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে সিএসসি। সূত্রের খবর, পুজোর আগেই চাকরিপ্রাপকদের সুপারিশপত্র তুলে দেবে সিএসসি। ১ হাজার…

দুর্গা পুজোর আগেই কলেজে কলেজে নিয়োগ (recruitment) শুরু। জোর কদমে কাউন্সেলিং প্রক্রিয়া চালাচ্ছে সিএসসি। সূত্রের খবর, পুজোর আগেই চাকরিপ্রাপকদের সুপারিশপত্র তুলে দেবে সিএসসি। ১ হাজার অধ্যাপক নিয়োগ। ৩০ টি বিষয়ে অধ্যাপক নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই স্টেট এলিজিবিলিটি টেস্ট হয়। রাজ্যের বিভিন্ন কলেজে, গবেষণা প্রতিষ্ঠানে সহকারি অধ্যাপক নিয়োগের পরীক্ষা হয়। চলতি বছরে ৮৫ হাজার ৭১২ জন পরীক্ষার্থী ছিলেন। কলেজ কমিশন সূত্রে খবর, রাজ্যের ১০৮ টি কেন্দ্রে টেট পরীক্ষা হয়। মোট ৩৩ টি বিষয়ে রাজ্যস্তরে এই পরীক্ষা হয়। শূন্য পদের সংখ্যা এক হাজার। আর পরীক্ষার্থী ৮৫ হাজার। স্বাভাবিকভাবেই অত্যন্ত কঠিন এই চ্যালেঞ্জ। তাদের মধ্যে থেকেই উত্তীর্ণ এক হাজার চাকরিপ্রাপক এবার হাতে সুপারিশপত্র পেতে চলেছেন।

প্রত্যেকটি বিষয়ে মোট দুটি পত্রে পরীক্ষা হয়েছে। প্রথম পত্রে দেড় ঘণ্টা পরীক্ষা হয়। দ্বিতীয় পত্রের জন্য নির্ধারিত সময় ২ ঘণ্টা। ইংরাজি ও বাংলা দুটি ভাষাতেই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশন চলতি বছরে ১৬ টি বিষয়ে বাংলা ভাষা উত্তর দেওয়ার বিকল্প এনেছিল। এখন কাউন্সিলিং চলছে। পুুজোর আগেই নিয়োগ।