Municipal Election: পুরভোটে বিজেপি ‘শেষ’, তাহেরপুরে সিপিআইএম অটুট

রাজ্যে পুরভোটে (Municupal Election) বিরোধী দল বিজেপির চূড়ান্ত পরাজয় লিখে দিল তৃণমূল কংগ্রেস। বাঘা বাঘা বিজেপি নেতাদের খাস এলাকায় জোড়াফুলের জয়জয়কার। রাজ্যে বিজেপি কি নিশ্চিহ্নের পথে? উঠে গেল এই প্রশ্ন। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চূড়ান্ত হার হলো। টি়এমসি জয়ী। ঠিক তেমনই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে পরাজয় হয়ে গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। খড়্গপুর টিএমসির দখলে।

Advertisements

বিধানসভা ভোটে সিপিআইএম হয়েছে শূন্য। সেই শূন্য থেকে শুরু করে পুরনিগম ভোটে সিপিআইএম হয়েছে দ্বিতীয়। আর পুরসভা ভোটেও চমক বামফ্রন্টের। নদিয়ার তাহেরপুর পুরসভা টানা সিপিআইএম কব্জায়। এখানে সরাসরি টিএমসি পরাজিত। “তাহেরপুর যেন একখন্ড ভিয়েতনাম” এমনই লিখে ফেসবুক পোস্ট করেছেন সিপিআইএমের নেত্রী দিপ্সীতা ধর।

Advertisements

তবে বামেদের শক্তিশালী মুখ প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আবার মুখ থুবড়ে পড়লেন। তাঁর নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভায় লড়াই করেছিল সিপিআইএম। এই পুরসভা টিএমসির দখলে গেছে।

পুরভোটের ফলাফলে রাজ্যে বিজেপির বিরোধী দলের যে মর্যাদা ছিল তা বিধানসভাতেই সীমাবদ্ধতা বলে মনে করা হচ্ছে। কারণ, ১০৮টি পুরসভা মানে রাজ্যের মফস্বল ও গ্রামীণ এলাকা সংলগ্ন। পুরসভা দখলের যুদ্ধ মিনি বিধানসভা ভোট বলেই পরিচিত হয়েছে। এক্ষেত্রে শূন্য হয়ে যাওয়া বামফ্রন্ট ফের বিরোধী শক্তিতে পরিণত হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।