এস আই আর- এর বিরোধিতা করে সিপিএমের মিছিল পাঁশকুড়ায়

পূর্ব মেদিনীপুর, ১৯ জানুয়ারি: এস আই আর- এর (SIR) বিরোধিতার আঁচ গিয়ে পড়ল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ‘ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে!’ এমন অভিযোগ এনে সোমবার…

CPM

পূর্ব মেদিনীপুর, ১৯ জানুয়ারি: এস আই আর- এর (SIR) বিরোধিতার আঁচ গিয়ে পড়ল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ‘ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে!’ এমন অভিযোগ এনে সোমবার পাঁশকুড়ার ব্লকে বিক্ষোভ দেখায় সিপিএম। বিক্ষোভ চলাকালীন অভিযোগ করা হয় যে সিপিএমের নেতৃত্ব সহ বিক্ষোভকারীদের গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন গেট বন্ধ করে ঘিরে রাখলে বিক্ষোভকারীরা গেটে ধাক্কা মারে।

Advertisements

এক প্রকার দুই পক্ষের মধ্যেই বচসা শুরু হয়, হস্তক্ষেপ করতে হয় পাঁশকুড়ার বিডিওকে। তিনি অফিস থেকে বেরিয়ে এসে ব্লকের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের সাথে কথা বলে ফিরে যান। তবে তার পরেও গেট না খোলায় বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। শেষমেষ গেট খুলতে বাধ্য হয় পুলিশ প্রশাসন।

   

ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) বা এস আই আর এর মধ্য দিয়ে মৃত ভোটার কিংবা অবৈধ ভোটারদের নাম বাতিলের জন্য ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে রাজ্যজুড়ে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধ ভারতীয় নাগরিকত্বের নাগরিকত্ব পাবেন ভারতীয়রা।

প্রসঙ্গত, শুরু থেকেই বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে রাজ্যের শাসকদল বা কেন্দ্রীয় সরকারের বিরোধী রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে এস আই আর এর বিরোধিতা করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট অর্থাৎ সিপিএম। তাদের দাবি ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে তা বন্ধ করতে হবে, এমন দাবি নিয়ে পাঁশকুড়া ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট।

Advertisements