পঞ্চায়েত ভোটে আক্রান্ত বাম সমর্থক মৃত

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম সমর্থক রিন্টু শেখ। গুরুতর জখম হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো। সিপিআইএমের অভিযোগ, তাকে মেরে জখম করেছিল তৃ়নমূল কংগ্রেস…

পঞ্চায়েত ভোটে আক্রান্ত বাম সমর্থক মৃত

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম সমর্থক রিন্টু শেখ। গুরুতর জখম হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো। সিপিআইএমের অভিযোগ, তাকে মেরে জখম করেছিল তৃ়নমূল কংগ্রেস সমর্থকরা। ভোট লুট রুখতে গিয়ে তিনি আক্রান্ত হন

সিপিআইএম সমর্থক রিন্টু শেখের বাড়ি মুর্শিদাবাদের হরিপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে। জেলা সিপিআইএমের অভিযোগ,  ভোট লুট রুখতে গিয়ে তিনি আক্রান্ত হন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। পরে কলকাতার এনআরএস মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়।

ভোট সন্ত্রাসের বলি গত ৩৯ দিনে বেড়ে দাঁড়াল ৫৫। রাজ্যে পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে গ্রাম বাংলার পরিস্থিতি। পঞ্চায়েতের মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে রাজনৈতিক হিংসার ঘটনা। আসে মৃত্যুর খবর। ভাঙড় হয়ে ওঠে সংঘর্ষের হটস্পট।

Advertisements

গত ৮ জুলাই শনিবার ছিল এক দফায় ২২ টি জেলার পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রক্রিয়ার আগে থেকেই শুরু হয় মৃত্যুমিছিল। পঞ্চায়েত পুনর্নির্বাচনের (১০ জুলাই) অব্যাহত থাকে সেই একই পরিস্থিতি। এবং গতকাল শুরু হয়েছে পঞ্চায়েত গণনা এবং তাতেও ফের ঝরেছে প্রাণ। গতকাল রাতে ফের উত্তপ্ত ভাঙড়, মৃত আরও ৩। গণনার দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৪। মনোনয়ন এর শুরু থেকে আজ অবধি (গত ৩৯ দিনে) রাজ্যে ভোটের বলি ৫৫!