শুভেন্দুকে বড় ডাকাত বললেন সিপিএম নেতৃত্ব

কাঁথি: তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী অতীত, ১৩ বছর পর কাঁথিতে লাল পতাকা উড়ালো বামফ্রন্ট। কাঁথি শহরের স্কুল মাঠে বামফ্রন্টের কর্মীসভা থেকে জনসভায় পরিণত হল। সভায়…

CPM leader Surya Kanta Mishra

কাঁথি: তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী অতীত, ১৩ বছর পর কাঁথিতে লাল পতাকা উড়ালো বামফ্রন্ট। কাঁথি শহরের স্কুল মাঠে বামফ্রন্টের কর্মীসভা থেকে জনসভায় পরিণত হল। সভায় কয়েক হাজার সমর্থক যোগ দেন। জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বাম নেতৃত্বরা। দিল্লির কোলে রয়েছে মমতা -অভিষেক, রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোলে রয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপি সরকার যেদিন চলে যাবে, রাজ্যের তৃণমূল সরকার থরথর করে কাঁপবে, কাঁথির জনসভা থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার’কে ভাবে আক্রমণ করেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। মমতা – অভিষেক যদি চোর হয় , শুভেন্দু অধিকারী বড় ডাকাত বলে কটাক্ষ করেন। লোকসভা নির্বাচনের আগে বামফ্রন্টে এই কর্মীসভা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে যথেষ্ট মাথা ব্যাথার কারণ হবে বলে রাজনৈতিক মহলে ধারণা। যদিও সিপিএমের এই সভা কার যত গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি।

শনিবার বিকালে কাঁথি শহরে ক্ষেত্রমোহন স্কুল মাঠে কর্মী সভা আয়োজন করে বামফ্রন্ট। এই সভায় হাজার হাজারে কর্মী সমর্থক যোগ দেন। সভায় উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী ও রাজ্য সিপিএমের নেতা সূর্যকান্ত মিশ্র, রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলি, প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, পূর্ব মেদিনীপুর সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, জেলা সম্পাদক মণ্ডলি সদস্য হিমাংশু দাস সহ অন্যন্যরা।

   

রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। প্রাক্তন মন্ত্রী ও সিপিএমের রাজ্য নেতা সূর্যক্রান্ত মিশ্র বলেন ” কর্মীসভা জনসভায় পরিণত হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। কেন্দ্র সরকার সব জায়গাতেই বেসরকারীকরণ করে দিচ্ছে। আদানি ও আম্বানি প্রশ্ন তোলোন! দিল্লিতে বিজেপি যেদিন চলে যাবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের থরথর করে কাঁপবে! তৃণমূলে বিজেপির দুজনই পরিপূরক। কখন কে কোন দিকে জানতেই পারবেন না! দিল্লির কোলে রয়েছে মমতা -অভিষেক, রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোলে রয়েছেন শুভেন্দু অধিকারী “।

Advertisements

প্রাক্তন বিধায়ক ও রাজ্য কমিটির সদস্য ইব্রাহিম আলি বলেন ” এরা রাজ্যে মানুষ যত কম কথা বলবে ততই ভালো! কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কেও বিস্ফোরক মন্তব্য করেন। তারঁ দাবি ” নারদা কাণ্ডে শুভেন্দ’কে সার্টিফিকেট দিচ্ছে। নারদা টাকা নেয়নি। ফুল নিয়েছেন নাকি? মমতা – অভিষেক যদি চোর হয়, শুভেন্দু অধিকারী বড় ডাকাত “।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News