প্রচার শেষেই অত্যাচার সিপিএমের উপর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিএমকে এখন দূরবীন দিয়েও দেখা যায় না – এটা তৃণমূল ও বিজেপির প্রচারের একটা বিশেষ শ্লোগান। তৎসত্ত্বেও আজ হাওড়া ধুলাগড়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় সিপিএমের…

প্রচার শেষেই অত্যাচার সিপিএমের উপর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিএমকে এখন দূরবীন দিয়েও দেখা যায় না – এটা তৃণমূল ও বিজেপির প্রচারের একটা বিশেষ শ্লোগান। তৎসত্ত্বেও আজ হাওড়া ধুলাগড়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় সিপিএমের মিছিলে বলেই অভিযোগ। জানা গিয়েছে, আজ ধুলোগড়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রচার মিছিল ছিল। সেই মিছিলে সব্যসাচী নিজে উপস্থিত ছিলেন। তবে মিছিল শেষের পর যখন কর্মী-সমর্থকরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন অভিযোগ সেই সময় শাসকদলের দুষ্কৃতী লাঠি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয়।

এরপরই সব্যসাচী গিয়ে পুলিশ ও জেলাশাসককে অভিযোগ জানান। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে সিপিএম তাদের কর্মীদের কটূক্তি করেছে। সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানান, সিপিএম-এর মিছিল থেকে তৃণমূলকে কটূক্তি করা হচ্ছিল। সেই কারণেই তৃণমূল সমর্থকরা এর প্রতিবাদ করেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, সিপিএম এই মুহূর্তে কোথাও কিছু নেই।

Advertisements

যেটুকু আছে এসব বিশৃঙ্খলা করে ভোট পাওয়ার চেষ্টা করছে। অপরদিকে, সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, তাঁরা যখন ভোটের প্রচার করে বাড়ি ফিরছিলেন সেই সময় তৃণমূলের লোকজন তাঁদের উপর হামলা চালায়। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।