Nadia: পুনর্নির্বাচনের সকালে সিপিআইএম সমর্থকের মৃত্যু

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন বাম সমর্থক। জখম ওই বাম সমর্থক শুকুর আলি শেখকে কৃষ্ণনগর-শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুনর্নির্বাচনের দিন সকালে তার মৃত্যু…

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন বাম সমর্থক। জখম ওই বাম সমর্থক শুকুর আলি শেখকে কৃষ্ণনগর-শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুনর্নির্বাচনের দিন সকালে তার মৃত্যু হল।

নিহত বাম সমর্থক কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি বাম প্রার্থীর শ্বশুর। ভোটের দিন তিনি আক্রান্ত হন। অভিযোগ তাকে মারধর করে তৃনমূলের কয়েকজন। জখম অবস্থায় তার চিকিৎসা চলছিল বাড়িতে। এদিন সকালে তাকে হাসপাতালে আনা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্যে বাড়ল রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা।

   

পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক সন্ত্রাস, প্রাণহানি, অশান্তির অভিযোগ উঠলেও ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশী ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। দার্জিলিংয়ে সবচেয়ে কম ৬৫.৮৬ শতাংশ ভোট পড়েছে।

পঞ্চায়েত পুনর্নির্বাচনে আজ বাহিনী বনাম বাইক বাহিনীরও লড়াই! কে জিতবে? এই প্রশ্ন উঠছে। আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা করছেন তারা। সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও আছে। তাদের হাতে মেশিনগান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা। তাদের হাতে আছে বোমা,পাইপগান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই।

পঞ্চায়েত পুনর্নির্বাচনে আজ বাহিনী বনাম বাইক বাহিনীরও লড়াই! কে জিতবে? এই প্রশ্ন উঠছে। আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা করছেন তারা। সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও আছে। তাদের হাতে মেশিনগান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা। তাদের হাতে আছে বোমা,পাইপগান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই।