আঁচল দিয়ে দুর্নীতি ঢাকার চেষ্টা করছে মমতা: সেলিম

সম্প্রতি রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে সেই প্রস্তাব। এি বিষয়ে মুখ্যমন্ত্রীকে  (Mamata Banerjee) তীব্র…

cpim state secretary md salim slams cm mamata on various scam

সম্প্রতি রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে সেই প্রস্তাব। এি বিষয়ে মুখ্যমন্ত্রীকে  (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (md salim)৷ তিনি কটাক্ষ করে বলেন, দুর্নীতিগ্রস্তদের আঁচল দিয়ে ঢাকছেন মমতা।

সেলিম বলেছেন, আঁচল দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের ঢাকতেই রাজ্যপালের বদলে আচার্য পদে নিজেকে বসানোর পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এত বড় আঁচল নেই যে সমস্ত নেতাদের আঁচল দিয়ে ঢেকে রাখবে৷

সিপিআইএম রাজ্য সম্পাদক আরও বলেন, গোটা রাজ্য দুর্নীতির আখড়া হয়ে গেছে৷ পঞ্চায়েত থেকে নবান্ন ঘুঘুর বাসা হয়ে গেছে। চাকরি প্রার্থীরা মার খাচ্ছে। বাম ছাত্র যুবরা মার খাচ্ছে। যত চোর, যোচ্চর, লুটেরা, ধান্ধাবাজদের পুলিশ পাহাড়া দিচ্ছে। কেন্দ্রের পুলিশ পাহাড়া দিচ্ছে। আবার যারা বিজেপি থেকে তৃণমূলে আসছে তাদেরকে রাজ্যের পুলিশ পাহারা দিচ্ছে। এদিকে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই৷ প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগে সেলিমের বার্তা, সব রকমের দুর্নীতিকে মুখ্যমন্ত্রী আঁচল দিয়ে ঢাকার চেষ্টা করছে। এখন শিক্ষাক্ষেত্রে এসএসসি, পিএসসি, কলেজ সার্ভিস কমিশন, টেট সমস্ত ক্ষেত্রে দুর্নীতি ঢাকতে আচার্য পদে বসছেন।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, অভিষেক এবং তার স্ত্রী কয়লাপাচার মামলায় আদালতের কাছ থেকে রক্ষাকবচ না পেয়েই এই কথা বলছেন। বিদেশে যে বিপুল অর্থ রয়েছে তা ধরা পড়ে যেতে পারেন ভেবেই এই মন্তব্য করছেন।