অডিও ক্লিপ জাল! কলতানকে গ্রেফতার করে বিজেপির ভূমিকা নিয়েছে তৃণমূল: সেলিম

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন (RG Kar Rape case) ইস্যু ঘিরে ভাইরাল অডিও ক্লিপে রাজনৈতিক মহল গরম। এই অডিও ক্লিপ জাল বলে দাবি করল (CPIM)…

md selim

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন (RG Kar Rape case) ইস্যু ঘিরে ভাইরাল অডিও ক্লিপে রাজনৈতিক মহল গরম। এই অডিও ক্লিপ জাল বলে দাবি করল (CPIM) সিপিআইএম। দলটির অভিযোগ, জাল অডিও ক্লিপ বানিয়ে মিথ্যে মামলায় বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। কলতান দাশগুপ্তর নিঃশর্ত মুক্তি, জাল ‘প্রমাণ’ যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তের দাবি তুলেছে সিপিআইএম।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লিখিত বিবৃতিতে বলেছেন,মিথ্যা মামলা চাপিয়ে একজন তরুণ প্রতিবাদীকে গ্রেপ্তার করা হলো। ভীমা কোরেগাওয়ের মতো কাণ্ডে বিজেপি সরকারের পদক্ষেপ অনুসরণ করছে তৃণমূল। সেলিম (Md Salim) বলেছেন ‘কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি?

   

সেলিম বিবৃতিতে বলেছেন, বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরানোর দাবিতে আমরা অনড়। জনতা একজোট থাকলে লড়াই জয়ী হবেই। তিনি বলেছেন, আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বদনাম করার অপরাধমূলক ষড়যন্ত্র চলছে। যে ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে কলতানকে গ্রেফতার করা হলো তা থেকেই এই উদ্দেশ্য স্পষ্ট। 

সেলিম বিবৃতিতে বলেছেন, এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে কৃষক আন্দোলনকে বদনাম করতে দিল্লিতে বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপ। ভীমা কোরেগাওতেও সন্দেহজনক এবং জাল বৈদ্যুতিন সামগ্রী প্রমাণ হিসেবে দাখিল করার হয়েছিল। দিল্লির দাঙ্গার ঘটনাতেও একই ভূমিকা নিয়েছে বিজেপি সরকার। এই ধরনের কৌশল আরএসএসের বরাবরের চেনা চিত্রনাট্যের অংশ। সেই একই চিত্রনাট্য ব্যবহার করছে পশ্চিমবঙ্গের শাসকরা।