তৃণমূলের হয়ে শুভেন্দু চুরি-মস্তানি না করলে কে ওকে চিনত: সেলিম

Md salim challanges to bratya basu on defamation law

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) কড়া ভাষায় আক্রমণ করছেন সিপিআইএম রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম। তিনি বলেন,তৃণমূলের হয়ে শুভেন্দু চুরি-মস্তানি না করলে কে ওকে চিনত। সেলিমের এই মন্তব্যে রাজনৈতিক মহল সরগরম।

পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জনসভা থেকে সিপিআইএম ও তৃণমূলের আঁতাত আছে বলে অভিযোগ করছেন। তিনি বলছেন, পাটনায় যে বিরোধী জোটের বৈঠক হয়েছে তাতে তৃ়ণমূল ও সিপিআইএম এক টেবিলে বসেছে। তারাই এসে রাজ্যে তৃ়ণমূলের বিরুদ্ধে নেমেছে। তিনি বাম সমর্থকদের বিজেপিতে ভোট দেওয়ার আহ্বানও জানাচ্ছেন।

   

বিজেপি বিধায়ক শুভেন্দুর কথায় কোনও গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, তৃণমূলের হয়ে চুরি জোচ্চুরি, মাওবাদীদের সঙ্গে যোগসাজস করত শুভেন্দু। সে আগে পরপর তারিখ দিয়েছিল, কী হল? কিছুই হয়নি। ওর কথায় গুরুত্ব নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন