Transfer Window: ISL- এ চূড়ান্ত অস্ট্রেলিয়ার আরও এক তারকা ফুটবলার

Transfer Window: প্রতীক্ষার অবসান। মাঝমাঠে নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে এফসি গোয়া। সম্প্রতি তারা পাকাপাকিভাবে জানিয়েছে নতুন বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার খবর।

paulo retre

Transfer Window: প্রতীক্ষার অবসান। মাঝমাঠে নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে এফসি গোয়া। সম্প্রতি তারা পাকাপাকিভাবে জানিয়েছে নতুন বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার খবর। গোয়ার এই দলেও প্রবেশ করলেন এক অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড়।

ফুটবল মাঠে কিছু ফেজ থাকে, যখন প্রায় সব দলেই কিছু না কিছু মিল খুঁজে পাওয়া যায়। ইন্ডিয়ান সুপার লীগ (ISL) শুরু হওয়ার অনেক আগে ভারতীয় ফুটবলে রাজত্ব করতেন নাইজেরিয়া সহ আফ্রিকান ফুটবলাররা। ধীরে ধীরে মাঠে কমতে শুরু করে আফ্রিকান ফুটবলারদের দাপট। পরিবর্তে ভারতীয় ফুটবলে প্রবেশ করে স্প্যানিশ জমানা। একের পর এক ক্লাবে নিয়োগ করা হয় স্পেনের ফুটবলার, কোচ, কোচিং স্টাফ। এখন আবার অন্য ট্রেন্ড। ইন্ডিয়ান সুপার লীগে যেন শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ফুটবলারদের জমানা। আইএসএলের আরও একটি ক্লাবে যোগ দিয়েছেন অজি তারকা ফুটবলার।

এফসি গোয়া তাদের স্কোয়াডে নতুন বিদেশি ফুটবলারের আগমনের খবর ইতিমধ্যে জানিয়েছে। আগামী মরসুমে গৌড়ের হয়ে মাঠে খেলতে দেখা যাবে পাউলো রেত্রেকে। পাউলো ইউটিলিটি ফুটবলার। দলের প্রয়োজনে মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। ২০১২-১৩ মরসুম থেকে ধারাবাহিকভাবে খেলেছেন অস্ট্রেলিয়ার এ লীগে।

পাউলো রেত্রে রক্ষণ এবং মাঝমাঠ, প্রথম একাদশের দুই বিভাগে খেলতে পারদর্শী। তার প্রোফাইল অনুযায়ী তিনি খেলতে পারেন রাইট ব্যাক, রাইট উইং এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের বয়স ৩০ বছর। এফসি গোয়ার হয়ে ভালো খেলতে পারলে আগামী দিনের জন্য দলের সম্পদ হয়ে উঠতে পারেন। গোয়ায় আসার আগে তিনি খেলতেন সিডনিতে। ২০১৭ থেকে টানা সিডনির হয়েই খেলেছেন পাউলো রেত্রে।