শতশত সিপিআইএমের (CPIM) কৃষক সমর্থক দলীয়, সাংগঠনিক পতাকা নিয়ে ঘিরে রাখলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বাম কৃষক সংগঠনের লাল চোখের সামনে অসহায় শাসকপক্ষ! পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা।
সিপিআইএমের শাখা সংগঠন কৃষকসভা (AIKS) সূত্রে জানা গেছে, একশ দিনের কাজের দাবি সামনে রেখে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আবুঝহাটি ১ পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।
জেলা সিপিআইএম সূত্রে খবর, শতশত কৃষক, ক্ষেতমজুর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ঘেরাও করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি রুখতে তৃণমূল চেষ্টা করেছিল। তবে কৃষকরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। তারা কৃষকসভার নেতৃত্বে পঞ্চায়েত অভিযান করেন। বাধা দিতে সাহস করেনি তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রতিক্রিয়া দিতে চাননি।
বাম নেতৃত্ব জানিয়েছেন, সিপিআইএমসহ বাম দলগুলির সমর্থনে কংগেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের উপর চাপ প্রয়োগে একশ দিনের কাজ প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীন রোজগার নিশ্চিত ছিল। কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করত।
অভিযোগ, তৃণমূল আমলে একশ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ টাকার নয়ছয় হয়েছে। এই অভিযোগে কেন্দ্র সরকার প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে। গত তিন বছর ধরে বন্ধ থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ অর্থাৎ ১০০ দিনের কাজ ১ আগস্ট থেকে চালু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। এই প্রকল্পের টাকা আর কেন্দ্র আটকে রাখতে পারবে না।
সিপিআইএমের শাখা সংগঠন কৃষকসভা আদালতের নির্দেশের পরে দ্রুত একশ দিনের কাজে টাকা বরাদ্দ করার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন করছে। জেলায় জেলায় প্রশাসনিক দফতর ও পঞ্চায়েত ঘেরাও করা হচ্ছে। এছাড়া বাম আমলে পাট্টা পাওয়া যে সব কৃষকদের জমি তৃণমূল আমলে বেহাত হচ্ছে সেই জমি দখল করার অভিযান চলছে।