‘ভোটবাক্স পুকুরে ফেলে দিন’ বলে শুভেন্দু জনগণকে অপমান করেছেন: সুশান্ত ঘোষ

পঞ্চায়েত ভোটের আগে পুরভোটে রাজ্যে বিরোধী দল বিজেপি শূন্য। অথচ বিধানসভায় না থেকেও সিপিআইএম মূল বিরোধী শক্তি নগর-মফস্বলে। গ্রামাঞ্চলে কী হতে চলেছে? Kolkata 24×7 কে…

'ভোটবাক্স পুকুরে ফেলে দিন' বলে শুভেন্দু জনগণকে অপমান করেছেন: সুশান্ত ঘোষ

পঞ্চায়েত ভোটের আগে পুরভোটে রাজ্যে বিরোধী দল বিজেপি শূন্য। অথচ বিধানসভায় না থেকেও সিপিআইএম মূল বিরোধী শক্তি নগর-মফস্বলে। গ্রামাঞ্চলে কী হতে চলেছে? Kolkata 24×7 কে ইঙ্গিত দিলেন প্রাক্তন মন্ত্রী ও পশ্চিম মেদিনীপুর জেলা CPIM সম্পাদক সুশান্ত ঘোষ।

Susanta-Ghosh

   

বৃহস্পতিবার প: মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে ভোটবাক্স উল্টে দেওয়ার নিদান দেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার তাঁকে জবাব দিলেন সুশান্ত ঘোষ। তিনি বলেন, যিনি একথা বলেছেন, তিনি নিজে একজন জনপ্রতিনিধি। সংসদীয় গণতন্ত্রের মানরক্ষা তাঁর কাজ। অতএব তিনি একথা কেন বলেছেন সেটা তিনিই বলতে পারবেন৷

Advertisements

কলকাতা ২৪x৭ কে প্রাক্তন মন্ত্রী আরও বলেন, আসলে এখন সংসদীয় গণতন্ত্র বলে কিছু নেই৷ সংসদীয় গণতন্ত্রের তোয়াক্কা না করে সংবাদমাধ্যমকে ব্যবহার করে, নিজেদের ক্ষমতার ব্যবহার করতে চাইছে এরা।

অতীতে জঙ্গলমহল দাপানো সুশান্ত ঘোষ ফের পশ্চিম মেদিনীপুরে সিপিআইএমের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন৷ লক্ষ্যনীয় সুশান্তবাবু দায়িত্ব পেতেই জঙ্গলমহলের জেলাগুলিতে (ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার একাংশ) সিপিআইএম সংগঠন চাঙ্গা হতে শুরু করেছে।

সিপিআইএমের অভ্যন্তরে হিসেবে উঠে আসছে গোটা রাজ্যে বাম ভোট বৃদ্ধির মতো পশ্চিম মেদিনীপুরে জেলায় সিপিআইএমের সমর্থন বাড়তে শুরু করেছে। একথা কলকাতা ২৪x৭ কে জানিয়েছেন সুশান্ত ঘোষ।

'ভোটবাক্স পুকুরে ফেলে দিন' বলে শুভেন্দু জনগণকে অপমান করেছেন: সুশান্ত ঘোষ

সুশান্ত ঘোষের উপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েই একথা বললেন শুভেন্দু? সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি, সিপিআইএম কর্মী সমর্থকদের চোখে ‘জঙ্গলমহলের বা়ঘ’ বলে পরিচিত সুশান্ত ঘোষ।

কেশিয়াড়ির সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রয়োজনে অনলাইন মনোনয়নের জন্য আদালতের দ্বারস্থ হব। পুরভোটে আধাসেনা পাইনি। এবারেও দাবি করব। না পেলে ভোটবাক্স তুলে পুকুরে ফেলে দিন৷

Suvendu Adhikari

রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের একাধিক নির্বাচনে বিজেপির ভরাডুবি অবস্থা। জঙ্গলমহলে ধীরে ধীরে বামেদের অস্তিত্ব ফিরতে শুরু করেছে। শুভেন্দ নিজে সেটা বুঝতে পারছেন। দলীয় সংগঠন না থাকায় তৃ়ণমূল কংগ্রেসের সাথে এঁটে ওঠা যাবে না তা পুরনির্বাচনে প্রমাণ হয়েছে। নিজ জেলা পূর্ব মেদিনীপুর ও খাস এলাকা কাঁথিতে অধিকারী ক্যারিশ্মা শেষ। পঞ্চায়েতে আরও করুণ হাল হতে চলেছে বিজেপির। দলকে চাঙ্গা করতে শুভেন্দু গরম মন্তব্য করছেন।

পড়ুন: Dudhkumar Mandal: ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’, বিজেপির উপর হামলার ছক করছেন দুধকুমার

এদিকে সিপিআইএমের উত্থান হচ্ছে তা বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টেও এসেছে। হেভিওয়েট নেতা সুশান্ত ঘোষ সরাসরি লড়াইতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন।