Sandeshkhali: থমথমে সন্দেশখালি, এবার তৃণমূল, বিজেপির পথে CPIM

সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধু সন্দেশখালি (Sandeshkhali)। এই বিষয়টি এখন শুধুমাত্র বাংলাতেই নয়, গোটা দেশজুড়ে আলোচনা হচ্ছে। এছাড়া যত সময় এগোচ্ছে ততই এই সন্দেশখালি নিয়ে…

সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধু সন্দেশখালি (Sandeshkhali)। এই বিষয়টি এখন শুধুমাত্র বাংলাতেই নয়, গোটা দেশজুড়ে আলোচনা হচ্ছে। এছাড়া যত সময় এগোচ্ছে ততই এই সন্দেশখালি নিয়ে নতুন নতুন নাটকীয় মোড় প্রকাশ্যে উঠে আসছে।

রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্দেশখালির সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে বারবার ছুটে যাচ্ছেন সেখানে। যদিও ১৪৪ ধারার বেড়াজালে আটকে রয়েছে সন্দেশখালির একাংশ। এরই মাঝে এই সন্দেশখালি প্রসঙ্গে বড়সড় মন্তব্য করলেন সিপিএমের বৃন্দা কারাত (Brinda Karat)। বাংলার এখন অন্যতম হটস্পট হয়ে থাকা এই সন্দেশখালি যাওয়ার আগে সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, “এটা খুবই গুরুতর বিষয়। এটি একটি ধারাবাহিক যৌন হয়রানি যা এতদিন ধরে চলছে। তৃণমূলের তরফে গরিব মহিলা, যাঁদের জমিও কেড়ে নেওয়া হচ্ছে। এটা কীভাবে ষড়যন্ত্র হতে পারে?”

   

দলীয় নেত্রী আরো বলেন, ‘সন্দেশখালির মহিলারা ভীত, সন্ত্রস্ত। সেখানকার মহিলারা অভিযোগ করছেন, বিবৃতি দিচ্ছেন, কোনও তদন্ত ছাড়াই আমরা কীভাবে বলতে পারি যে এটি একটি ষড়যন্ত্র?’ গতকাল সোমবার সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি হয়। এতে সিবিআই বা সিটের মাধ্যমে মহিলাদের যৌন হেনস্থার মামলার তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। আদালত আরও জানিয়েছিল যে কলকাতা হাইকোর্ট বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনা করেছে। তাই হাইকোর্টও সিদ্ধান্ত নেবে।

Advertisements

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান,
। যে কিনা বিগত বহুদিন ধরে পলাতক। এদিকে সন্দেশখালি এলাকায় ১০ দিন ধরে উত্তেজনা।
গত ১০ দিন ধরে সন্দেশখালি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখানে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। মহিলারা বলছেন, শেখ শাহজাহান যাকে চাইতেন তাকেই নিজের লালসার শিকার বানাতেন। রেশন কেলেঙ্কারি মামলায় ইডির অভিযানের পর থেকেই পলাতক শাহজাহান। শেখের বিরুদ্ধে ইডি দলকে আক্রমণ করারও অভিযোগ রয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News