Rahul Gandhi: পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায় যাত্রায় অংশ নিচ্ছে CPIM

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিচ্ছে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে বলে সূত্রের খবর। সূত্রের খবর এআইসিসির সর্বোচ্চ নেতৃত্ব…

Rahul Gandhi: পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায় যাত্রায় অংশ নিচ্ছে CPIM

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিচ্ছে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর এআইসিসির সর্বোচ্চ নেতৃত্ব মোহাম্মদ সেলিমকে ফোন করেছিলেন।ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৬ তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে। যদিও ২৬ এবং ২৭ তারিখ রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৮ তারিখে সিপিআইএমকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি এই রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্যও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এমনটাই সূত্রের খবর।

   

সূত্রের খবর, সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে কোন রকম আপসে না আসে তাহলে সে ক্ষেত্রে সিপিআইএম কংগ্রেসের এই ন্যায় যাত্রায় তাদের প্রতিনিধি পাঠাবে। যদিও সেই সময় মোহাম্মদ সেলিমের দলীয় কর্মসূচি থাকার কারণে তিনি উপস্থিত নাও থাকতে পারেন। তবে অন্য প্রতিনিধি বা জেলা নেতৃত্ব থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

যদিও আলিমুদ্দিনের তরফে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি। তবে মোহাম্মদ সেলিম জানিয়েছেন, তৃণমূল থাকলে সিপিআইএমের কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৬ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।’