Municipal Election
বিধানসভায় ভোটের আগে সাড়া জাগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরে এসেছেন সিপিআইএমের ‘বাহুবলী’ নেতা সুশান্ত ঘোষ। তিনি ফিরে দলকে চাঙ্গা করলেও সিপিআইএম জিততে পারেনি। এমনকি সুশান্ত ঘোষ শালবননীতে পরাজিত হন। তবে সুশান্ত ঘোষের উপস্থিতিতে কোণঠাসা বামেরা কিছুটা চাঙ্গা। সেই শক্তি নিয়ে পুরযুদ্ধে প্রাক্তন মন্ত্রীর হুমকি ‘আয় কে আছিস।’
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভায় সুশান্ত ঘোষের বড় পরীক্ষা। তার নেতৃত্বে বিরাট মিছিল হয়। টিএমসির অভিযোগ, পুরনো ফর্মে সুশান্ত ঘোষ ভোট সন্ত্রাস করবেন। সিপিআইএমের অভিযোগ, ভোট লুঠ কারা করে রাজ্যবাসীর অজানা নেই।
বাম জমানার তিন দশকের মন্ত্রী সুশান্ত ঘোষ সরকার পতনের পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ড ও নেতাই গণহত্যার মামলায় জড়ান। একটি মামলায় জেলে যান। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। তিনি আইনি পথে নির্বাসন কাটিয়ে জেলায় ফিরে আসেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করে বই লেখায় দল তাকে সাসপেন্ড করেছিল। চমক দিয়ে সিপিআইএম জেলা সম্পাদক হয়েছেন সুশান্ত ঘোষ। বলেছেন নতুন করে সব শুরু হচ্ছে। ভোটের হাওয়া ঘুরছে।
পুরভোটে নিজের এলাকা চন্দ্রকোণায় সুশান্ত ঘোষের লডাই তীব্র। সিপিআইএমের আশা, যেভাবে রাজ্যে বিরোধী ভোট বামমুখী হচ্ছে তার প্রভাবে বিজেপি আরও নিশ্চিহ্ন হবে। মূল বিরোধী বামফ্রন্ট।