রাস্তায় আবির খেলা শুরু। উড়ছে লাল আবির। পঞ্চায়েত দখল বাম শিবিরের। এলাকাবাসী বলছেন এমন ছবি রাজ্য জুড়ে একাধিক গ্রামে দেখা যাবে। তবে হাওড়া থেকেই প্রথম জয় সংবাদ গেল আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএম রাজ্য দফতরে।
পঞ্চায়েত মনোনয়ন পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রবল সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে দিয়ে গুলিবিদ্ধ একাধিক। আর শুক্রবার হাওড়ার মহিয়ারী ২নম্বর পঞ্চায়েতের কিবিরিয়া গাজি থেকে বাম শিবিরে গেল জয় সংবাদ।
এলাকায় বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় জয়ী সিপিআইএম। শাসকদল তৃ়ণমূল ও বিধানসভায় বিরোধী দল বিজেপির কেউ লড়াই করেনি এই পঞ্চায়েতে।