
সকাল থেকে চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল ও বিধাননগরে পুরসভার ফলাফল। এদিকে শিলিগুড়িতে ধাক্কা খেল বামেরা। ৬ নং ওয়ার্ডে পরাজিত হলেন সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য।
শিলিগুড়িতে ৬ নম্বর ওয়ার্ডে বাম নেতা অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০০-র বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেতা মহম্মদ আলম।
অন্যদিকে ৩৩ নং ওয়ার্ডে জিতে গেল তৃণমূল। জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।
৩ হাজারের বেশি ভোটে জিতেছেন গৌতম দেব। নিজের জয় নিয়ে তিনি বলেন, ‘এই জয় শিলিগুড়িবাসীর জয়।’
এদিন ভোটের ফল প্রকাশের আগে থেকেই বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অভয়া বসু। শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল।
এর পাশাপাশি, শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে জিতে গিয়েছেন কংগ্রেসের সুজয় ঘটক।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










