বুথে মৃত-ভুয়ো ভোটার চিহ্নিত করতে ব্যবস্থা নেয়নি কমিশন: CPIM

CPM claims Election Commission ignores fake and dead voters in West Bengal booths ahead of 2026 elections

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বুথের সংখ্যা বাড়ছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছে নির্বাচন কমিশন। বৈঠকে অংশ নিয়ে রাজ্যের পূর্বতন শাসকদল সিপিআইএম (CPIM) জানান, বুথ পিছু মৃত ও ভুয়ো ভোটারদের বিষয়ে তথ্য দেওয়া হলেও কমিশন ব্যবস্থা নেয়নি।

Advertisements

সর্বদলীয় বৈঠকে সিপিআইএমের প্রতিনিধি শমীক লাহিড়ি বলেন, ‘রাজ্যের প্রতিটা বুথে ৭০ থেকে ৭৫ মৃত বা ভুয়ো ভোটার রয়েছে এর অভিযোগ তথ্য দিয়ে করা হয়েছে বার বার কিন্তু কমিশন কোন ব্যবস্থা নেয়নি।’

সিপিআইএমের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, সুমিত দে, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস এবং কল্লোল মজুমদার।

সাংবাদিক সম্মেলনে শমীক লাহিড়ি বলেন, ‘বুথের পুনর্বিন্যাস নিয়ে জেলার নির্বাচনী অধিকারিক যেই রিপোর্ট দিয়েছে তা অসত্য। সেখানে  বলা হয়েছে যে সর্বসমতভাবে বুথ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কোথায় কোথায় আপত্তি তা জানানো হয়েছে বিভিন্ন স্তরের বৈঠকে। তারপরও ডিও রিপোর্টে দিয়েছে সর্বসম্মত সিদ্ধান্ত, এই রিপোর্ট অসত্য।’

Advertisements

তিনি বলেন, ‘সিপিআইএম-এর পক্ষ থেকে যেই আপত্তি তা পর্যালোচনা করা হোক তারপর সিদ্ধান্ত নেওয়া হোক। আপত্তি যদি নেওয়া হয় বা না নেওয়া হয় তবে তা জানাতে অ্যাকশান টেকেন রিপোর্টের মাধ্যমে।’

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার বেড়েছে তাই বাড়ছে বুথের সংখ্যা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১২০০ বেশি ভোটার যে বুথে রয়েছে সেই বুথ ভাগ করা হবে। সেই ক্ষেত্রে প্রায় ১৩ হাজার বুথের সংখ্যা বাড়তে চলেছে। বর্তমানে রাজ্যের বুথের সংখ্যা ৮০ হাজার বেশি। তা বেড়ে হবে ৯৩ হাজার।