অশান্ত মুর্শিদাবাদে CPIM-এর এজেন্টকে মারধরের অভিযোগ, প্রাণভয়ে কলাবাগানে আশ্রয়

মালদা থেকে মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার সকাল থেকে এই দুই জেলার চার কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল। কিন্তু ভোট শুরু হতে কোথাও এজেন্টকে মারথর, বাধা দেওয়ার…

অশান্ত মুর্শিদাবাদে CPIM-এর এজেন্টকে মারধরের অভিযোগ, প্রাণভয়ে কলাবাগানে আশ্রয়

মালদা থেকে মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার সকাল থেকে এই দুই জেলার চার কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল। কিন্তু ভোট শুরু হতে কোথাও এজেন্টকে মারথর, বাধা দেওয়ার অভিযোগ তো আবার কোথাও কোথাও বোমাবাজির অভিযোগ উঠেছে। এরই মাঝে সিপিএমের (CPIM) এজেন্টকে মারধরের অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠল বাংলা।

ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। এমনকি বামেদের এজেন্ট প্রাণভয়ে পাশে থাকা কলাবাগানে গিয়ে আশ্রয় নেন বলে খবর। জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদ জয়কার গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ ওঠে সকাল সকাল। সিপিএমের অভিযোগ, দলীয় এজেন্টকে মারধর করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টের মোটরবাইক। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন বাম প্রার্থী মহম্মদ সেলিম।

   

এই মুহূর্তে বুথে উত্তেজনা বিরাজ করছে। বাকি এজেন্টদের সঙ্গে কথা বলেছেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে কমিশনের তরফে।

Advertisements