আগামীকাল থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ (Sangyog Yatra) কর্মসূচিতে নামছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজন্য মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই যাত্রা শুরু করবেন তিনি। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে কটাক্ষ করে মন্তব্য করলেন সিপি(আই) এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPI (M) State Secretary Mohammad Salim)।
এদিন সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির সঙ্গে রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ তুলনা করা হলে তীব্র বিরোধিতা করেন তিনি। তিনি বলেন, রাহুল গান্ধী টি-শার্ট পড়ে প্রচন্ড ঠান্ডায় হেঁটেছিলেন কিলোমিটারের পর কিলোমিটার। কোনও ভ্যানিটির দরকার ছিল না। কোনও লাক্সারির দরকার ছিল না। আমি রাহুল গান্ধীর বড় সাপোর্টার নয়। তুলনা করছে কেন? কলার সঙ্গে আপেলের তুলনা হয়? তাহলে এই গরমে স্যান্ডো গেঞ্জি পড়ে হাঁটুন। দেখি ক’কিলোমিটার হাঁটতে পারে। মোমের পুতুল গলে যাবে। এজন্য ওটাকে মাঝে মধ্যে ডিপ ফ্রিজে নাহলে এয়ার কন্ডিশনের মধ্যে ঢোকাতে হবে।
আগামী ২৫ তারিখ থেকে শুরু হবে তৃণমূলের বিশেষ কর্মসূচি। কোচবিহার থেকে শুরু হয়ে এই মিছিলও চলবে সাগর অবধি। রাজ্যের মানুষের সঙ্গে মত বিনিময় করে তৃণমূল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ করবেন তিনি। প্রতিদিন ৩ থেকে ৪ টি ব্লক স্তরের নেতাদের নিয়ে কর্মীসভা করবেন তিনি। এরপর ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে দলের প্রার্থী।
পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক। একাধিক অভিযোগের পাল্টা যুক্তি দিতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকেই। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গেছে। ইতিমধ্যেই যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, সেখানকার নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।