দার্জিলিংয়ে বাম মিছিলে বিপুল সাড়া, নীরবে দেখল পাহাড়ি দল ও তৃণমূল

শিলিগুড়িতে যা সম্ভব সেটা জিটিএ অধীনস্ত পাহাড়ি এলাকায় সম্ভব নয়- দার্জিলিং (Darjeeling ) জেলার এই ভূরাজনীতি হঠাৎ ভাঙল সিপিআইএম (CPI M Rally)। বাম জমানাতেই পাহাড়…

CPI M Rally in Darjeeling Stuns Gorkha Politics, Trinamool Observes Silently as DYFI Shakes Hills

শিলিগুড়িতে যা সম্ভব সেটা জিটিএ অধীনস্ত পাহাড়ি এলাকায় সম্ভব নয়- দার্জিলিং (Darjeeling ) জেলার এই ভূরাজনীতি হঠাৎ ভাঙল সিপিআইএম (CPI M Rally)। বাম জমানাতেই পাহাড় হাতের বাইরে ছিল। আর তৃণমূল জমানায় সমতলে ধাক্কা লেগেছে। তবে দলীয় যুব সংগঠন DYFI এর অনুষ্ঠানে হঠাৎ পাহাড় লাল জনস্রোত! দার্জিলিং শহরে সিপিআইএমের বিরাট মিছিলে পাহাড়ি রাজনীতিতে চমক লেগেছে।

বাম জমানা শেষেও দার্জিলিং জেলার শিলিগুড়ি ছিল বাম ঘাঁটি। দেশের অন্যতম পর্যটন ও বাণিজ্য শহর শিলিগুড়িতে ঘাঁটি করে লড়াই চালাচ্ছিলেন প্রাক্তন মন্ত্রী হেভিওয়েট সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তবে গত পুর নির্বাচনে তিনি পরাজিত হন। শিলিগুড়ির দখল নেয় তৃণমূল। অশোকবাবু দলীয় নিয়মে অবসরে।

   

তবে অশোক ভট্টাচার্য যা পারেননি সেটি করে দেখালেন দার্জিলিং জেলা সিপিআইএম সম্পাদক সমন পাঠক। উগ্র গোর্খা পাহাড়ি রাজনীতির ভরকেন্দ্র দার্জিলিং শহরে সাংগঠনিক শক্তি ছড়িয়েছে তার প্রমাণ মিলেছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। দার্জিলিং শহরের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় চকবাজার থেকে বাম সমর্থকদের বিরাট মিছিল শহর পরিক্রমা করে।

এত বড় বাম মিছিলে বিগত বাম আমলে কি করা গেছিল এমনই প্রশ্ন জেলা সিপিআইএমের অন্দরে। বাম জমানায় সিপিআইএমের সঙ্গে উগ্র গোর্খাল্যান্ড আন্দোলনে সুবাস ঘিসিং নেতৃত্বাধীন জিএনএলএফের রক্তাক্ত সংঘর্ষ চলে। বহু বাম সমর্থক খুন হন। পাহাড়ি এলাকায় জমি হারায় সিপিআইএম। পরে ডিজিএইচসি স্বায়ত্বশাসন শুরু হয়। বাম জমামাতেই ঘিসিংয়ের প্রতিপক্ষ গুরুংয়ের উত্থান। গোর্খাল্যান্ড দাবিতে তার সঙ্গে কখনো মমতা ও কখনো বিজেপির সংযোগ চলে। পরে গুরুংয়ের ক্ষমতা কমে আসে। তৃণমূল জমানায় জিটিএ স্বায়ত্বশাসন পরিচালনা গঠন হয়।

Advertisements

পাহাড়ি গোর্খা রাজনীতি বিনয় তামাং হয়ে অনীত থাপার হাতে যায়। উগ্র গোর্খাল্যান্ড রাজনীতির মাঝে তৃ়নমূল ক্রমে সাংগঠনিক কাজ শুরু করলেও নিজেদের বড় মিছিল হয়নি বলেই জেলার নেতৃত্বরা বলছেন।

সিপিআইএমন যুব সংগঠন DYFIএর মুখপত্র যুব শক্তি পত্রিকার ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দার্জিলিং শহরের GDNS হলে। সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জেলা সম্পাদক সমন পাঠক।