Cow Smuggling: অনুব্রতর হিসেবরক্ষক গ্রেফতার হতেই ভয়ে কাঁপছে বাকিরা

গরু পাচার (Cow Smuggling) মামলায় এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসেবরক্ষক মণীশ কোঠারিকে (Manish Kothari) গ্রেফতার করল ইডি। ম

Manish Kothari

গরু পাচার (Cow Smuggling) মামলায় এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসেবরক্ষক মণীশ কোঠারিকে (Manish Kothari) গ্রেফতার করল ইডি। মঙ্গলবার তৃণমূল নেতার হিসাবরক্ষককে ডেকে পাঠানো হয় কলকাতার ইডি দফতরে। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তদন্তে অসহযোগিতা করছিলেন মণীশ।

গরু পাচার (Cow Smuggling)  মামলায় গ্রেফতার করে সিবিআই। পরে সেই মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যায় ইডি। এখন অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করার জন্য ১২ জনকে তলব করা হয়েছিল৷ সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি তাঁদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল।

ওই তালিকায় সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা, অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, অনুব্রতর (Anubrata Mondal) বাড়ির পরিচারক বিজয় রজক-ও রয়েছেন। এ ছাড়া অনুব্রতর সহায়ক অর্ক দত্ত, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান শুভঙ্কর সাধু, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলকর্মী তাপস মণ্ডল সহ আরও বেশ কয়েক জন রয়েছেন। এমনটাই সূত্রে খবর। এর মধ্যে মঙ্গলবার মণীশ কোঠারিকে (Manish Kothari) জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে ইডি।

ইডি সূত্রে খবর, আগামী দিনে অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেতে চায় ইডি। মূলত অনুব্রত মণ্ডলের সম্পত্তির বৃদ্ধি হল কীভাবে? তা নিয়েও জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। আগামী দিনে মণীশের পর আর কাকে গ্রেফতার করে ইডি? তা নিয়ে উঠছে প্রশ্ন।