Cow smuggling: মমতার প্রিয় অনুব্রতর বিরুদ্ধে CBI চার্জশিটে বিস্ফোরক তথ্য

গোরু পাচার মামলায় (Cow smuggling) আসানসোল আদালতে চার্জশিট জমা করবে CBI, এতে কী লিখবে কেন্দ্রীয় এজেন্সি তা নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তায়। একইসাথে আসানসোলের জেলে গিয়ে…

Anubrata body guard saigal

গোরু পাচার মামলায় (Cow smuggling) আসানসোল আদালতে চার্জশিট জমা করবে CBI, এতে কী লিখবে কেন্দ্রীয় এজেন্সি তা নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তায়। একইসাথে আসানসোলের জেলে গিয়ে অনুব্রতর (Anubrata mondal) দেহরক্ষী সায়গলকে জেরা করতে তৈরি ইডি।
গত ১১ আগস্ট বোলপুর থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata mondal) গ্রেফতারের ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। (CBI) গোরু পাচার মামলায় (Cow smuggling) চতুর্থ চার্জশিট পেশ করা হল সিবিআইয়ের(CBI) তরফে।

গোরু পাচার মামলায় (Cow smuggling) শুরু থেকেই নজরে ছিল অনুব্রত মণ্ডল (Anubrata mondal) এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল অঙ্কের সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই (CBI)। ৪০ পাতার চার্জশিটে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata mondal) ৫৩ টি সম্পত্তির দলিলের উল্লেখ করেছে সিবিআই (CBI)। অনুব্রতর(Anubrata mondal) ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বয়ানে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে চার্জশিটে।

তদন্তে উঠে এসেছে, অনুব্রতর (Anubrata mondal) হয়েই সায়গল হোসেন গোরু পাচার (Cow smuggling) চক্রের মূল অভিযুক্ত এনামুল হক কিংবা আব্দুল লতিফদের সঙ্গে যোগাযোগ করত। বিপুল অঙ্কের লেনদেনের বিষয়ে জানতে আসানসোল সংশোধনাগারে গিয়ে ইডি জেরা করবে দুজনকেই। গোরু পাচারের (Cow smuggling) টাকা আর কারা ভাগ পেত? সবটা জানতে চায় ইডি।

অনুব্রত (Anubrata mondal) কন্যা সুকন্যার একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই (CBI)। একইসঙ্গে বিপুল অঙ্কের টাকার লেনদেন অনুব্রত (Anubrata mondal) কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হত বলেও জানতে পেরেছে সিবিআই (CBI)।