Covid19: কলকাতায় ঢুকল করোনার BF.7 ভ্যারিয়েন্ট?

Covid 19

কলকাতায় (Kolkata) ঢুকল (Covid 19) করোনাভাইরাসের BF.7 ভ্যারিয়েন্ট? এমনই আতঙ্ক ছড়াতে শুরু করল। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, এক ব্রিটিশ-অস্ট্রেলিয়ান পর্যটকের দেহে মিলেছে করোনা লক্ষণ। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত বলে চিহ্নিত হন। কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই মহিলা পর্যটক।

Advertisements

করোনা আক্রান্ত বিদেশি মহিলা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে কলকাতায় আসেন। কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার নমুনা জিনোম সিকোয়েন্স এর জন্যে পাঠানো হয়েছে। এই পরীক্ষায় ধরা পড়বে করোনা আক্রাম্ত বিদেশি মহিলার দেহে BF.7 ভ্যারিয়েন্ট আদৌ আছে কি নেই। তবে তাঁর করোনা সংক্রমণের সংবাদের পাশাপাশি অযথা আতঙ্ক ছড়িয়েছে।

   
Advertisements

করোনাভাইরাসে ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর সাব ভ্যারিয়েন্ট বিএফ ৭ ছড়িয়েছে চিনে। চিনের করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব। আর সোমবার পর্যন্ত রিপোর্ট বলছে, ভারতে সংক্রমণের হার নিম্নগতি। দশ শতাংশের কম। তবে কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করেছে। অক্সিজেন সরবরাহ নিশ্চিত রাখতে বলেছে।