নতুন বছর পড়তেই ফের করোনার প্রকোপ বেড়েছে। বন্ধ হয়েছে স্কুলের দরজা। পড়ুয়ারা ফিরে গেছে তাদের অনলাইন ক্লাসে। এই পরিস্থিতিতেই বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। করোনা আবহে অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা।
মঙ্গলবার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠকে একথা জানান। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মার্চ থেকেই শুরু হবে মাধ্যমিক। ১০ দিনের মধ্যেই শেষ হবে পরীক্ষা।
জেনে নিন ২০২২-এর মাধ্যমিকের নির্ঘন্ট-
০৭.০৩.২০২২ – প্রথম ভাষা
০৮.০৩.২০২২ – দ্বিতীয় ভাষা
০৯.০৩.২০২২ – ভূগোল
১১.০৩.২০২২ – ইতিহাস
১২.০৩.২০২২ – জীববিজ্ঞান
১৪.০৩.২০২২ – অঙ্ক
১৫.০৩.২০২২ – ভৌতবিজ্ঞান