HomeWest BengalNorth BengalCoochbehar: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের সাথে আইসির 'টাকার টান', বিস্ফোরক উদয়ন

Coochbehar: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের সাথে আইসির ‘টাকার টান’, বিস্ফোরক উদয়ন

- Advertisement -

টাকার টানে কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককের নাম উল্লেখ করছেন না দিনহাটা দল আইসি! এমনই বিস্ফোরক অভিযোগের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেস সমর্থক খুনের মামলায় রক্ষাকবচ পাননি নিশীথ। তার গ্রেফতারি চেয়ে সরব উদয়ন। এর জেরে কোচবিহার (coochbehar) সরগরম। 

উদয়ন গুহ বলছেন, পারমিশন নিয়ে এসে তল্লাশি করুন। উল্লেখ্য দিনহাটা প্রতিবাদ সমাবেশ দেখান তৃণমূলের রাজনৈতিক-সমাজ করা। উল্লেখ্য, বৃহস্পতিবার নিশীথের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় সার্কিট বেঞ্চ। এরপর থেকে নিশিতের গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস।

   

শুক্রবার দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এদিন সেখানে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘জেলা পুলিশ ভেটাগুড়ি নিয়ে দুর্বলতা আছে সেটা গান্ধিজির নোটের কারণে।’

দিনহাটা থানা যদি নিশীথ প্রামাণিককে গ্রেফতার না করে তবে আন্দোলন হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূল তরফে। সবকিছুই গান্ধীজীর ছবি দেওয়া কাগজের খেলা কেন নিশি প্রামাণিক ধরা পড়ছে না আর কেন তৃণমূল নেতারা ধরা পড়ছে এই সবই ওই একটা কাগজের খেলা অভিযোগ তৃণমূলের।

বিক্ষোভ কর্মসূচির পর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে, পাঁচ সদস্যের প্রতিনিধি দল দিনহাটা আইসির হাতে দাবিপত্র তুলে দেয়। অতিরিক্ত পুলিশ সুপারের সাথেও কথা বলেন তৃণমূল নেতৃত্ব।

এদিন উপস্থিত ছিলেন উদয় উদয়ন উদয়ন নেতাকর্মী রবীন্দ্রনাথ, পার্থপ্রতিম রায়, পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular