Coochbehar: অভিষেকের ডাকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বাড়ি ঘিরলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Minister’s Meeting Turns Violent with Chair-Throwing and Scuffles
Minister’s Meeting Turns Violent with Chair-Throwing and Scuffles

দলীয় সাধারণ সম্পাদকের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) বাড়ি ঘিরেছে তৃ়ণমূল কংগ্রেস। কোচবিহারে (Coochbehar) প্রবল উত্তেজনা। আর নিশীথের নিরাপত্তার বলয় আরও মজবুত করা হয়েছে। ঘটনাস্থলে বিক্ষোভ মঞ্চে হাজির হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha)। পরিস্থিতি সামাল দিতে বিরাট সংখায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহার সরগরম।

বিএসএফের গুলিতে কোচবিহারের যুবক প্রেমকুমার বর্মনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও ডাক দিয়েছেন তৃ়নমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার জেলা টিএমসির তরফে হবে ঘেরাও। পরিস্থিতি গরম। অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামানিকের বাড়ি ঘিরে নিরাপত্তার কড়া বলয় করল রক্ষীরা।

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে টিএমসি সমর্থকরা আসছে। এই ঘেরা়ও কর্মসূচি ঘিরে উত্তেজনা। মন্ত্রীর বাড়ি থেকে ৪০০ মিটার দূরে মঞ্চ বেঁধেছে তৃণমূল কংগ্রেস। অশান্তি এড়াতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন।

বিজেপির দাবি, মন্ত্রী নিশীথকে অহেতুক নিশানা করা হচ্ছে। বিএসএফের গুলি চালনায় নিহত যুবক। এটি দু:খজনক ঘটনা। এর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনও যোগ নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন