HomeWest BengalCoochbehar: তুফানগঞ্জে তুফানি তাণ্ডব, বাংলা-অসম সীমানায় চলছে উদ্ধার

Coochbehar: তুফানগঞ্জে তুফানি তাণ্ডব, বাংলা-অসম সীমানায় চলছে উদ্ধার

- Advertisement -

বর্ষবরণ হয়নি। হবেই বা কী করে। প্রকৃতির ভয়াবহ রূপ হয়ে কালবৈশাখীর হামলায় তছনছ কোচবিহারের (Coochbehar)তুফানগঞ্জ।  একের পর এক বাড়ি ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির রাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেমন কালবৈশাখীর তান্ডব হয়েছে। তেমনই কোচবিহারের তুফানগঞ্জ ক্ষতিগ্রস্থ।

   

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর পঞ্চায়েতের উত্তর রামপুরের আশ্রমপাড়া এলাকায় প্রায় সব বাড়ি ক্ষতির মুখে। গুরুতর জখম কয়েকজন। তাদের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পশ্চিমবঙ্গ ও অসম সীমান্তের কোচবিহারের রামপুর ও জোড়াই এলাকা। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। গতকাল রাত ৯ টা নাগাদ ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাস্তা। ঝড়ের দাপটে উড়ে গেছে পুরো বাড়ি। নতুন বছরের শুরুতেই গৃহহীন কয়েকশো মানুষ।

রাস্তায় গাছ উপড়ে পড়েছে অসম সীমান্তের আলিপুরদুয়ারের বারোবিশায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরাতে নেমেছেন দমকলকর্মীরা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হশ্রেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ বছর দেশে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলে। আগামী জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে গড়ে ৯৯ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।

কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড হয় আরও এক জেলা আলিপুরদুয়ার। এই জেলার কালচিনি ব্লকের ৩১ নং জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে যোগাযোগ বন্ধ হয়। গাছ সরিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular