সেবকে লাইনে ধাতব বস্তু, অল্পের জন্য রক্ষা পেল কামাখ্যা-আনন্দবিহার স্পেশ্যাল এক্সপ্রেস

ফের আরও একটি দুর্ঘটনার থেকে রক্ষা পেল রেল। শনিবার শিলিগুড়ির কাছে সেবক স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়েছিল নির্মাণ সামগ্রী। দূর থেকে তা নজরে আসতেই তড়িঘড়ি…

constrution meteria on railway track indian railway avoids accident on thursday

ফের আরও একটি দুর্ঘটনার থেকে রক্ষা পেল রেল। শনিবার শিলিগুড়ির কাছে সেবক স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়েছিল নির্মাণ সামগ্রী। দূর থেকে তা নজরে আসতেই তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন চালক। তাঁর উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল স্পেশ্যাল এক্সপ্রেস। ট্রেন দাঁড় করিয়ে চালক খবর দেন রেল দফতরকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। তারপর লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়া হয় ওই লোহার পাতটিকে। 

মাঝ সমুদ্রে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করল ভারতীয় মৎস্যজীবীরা!

   

রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েক জায়গায় অভিযানও চালিয়েছে রেল পুলিশের আধিকারিকেরা। ওই ঘটনায় আরও তিন-চারজন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ সহ ভারতে সন্ত্রাস ছড়ানোর ডাক সদ্য জেলমুক্ত আনসারুল্লাহ নেতার

বৃহস্পতিবার বিকেল ৩টে ০৫ মিনিট নাগাদ ডাউন ক্যাপিটাল এক্সপ্রেস যখন বাগরাকোটের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল, তখন মংপয়ের রুংঢুং এলাকায় রেল লাইনের উপর দু’টি ধাতব বড় কিছু পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। তার ওপর দিয়ে ট্রেন চালিয়ে দেন চালক। পরে রেল পুলিশকে খবর দেন তিনি। সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে রেল পুলিশ। 

১৪ তারিখ রাতের ঘটনাও এরাই ঘটিয়েছিল, কলতানকেই তোপ দাগলেন দেবাংশু!

গত দুমাসে প্রায় সাতটিরও বেশি রেল দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর আরও কয়েকটি দুর্ঘটনা ঘটে। যারফলে প্রশ্নের মুখে পড়ে রেল নিরাপত্তা। সংসদে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় মোদী সরকারকে।