কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগে ঝাঁটা হাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানা ঘেরাও। দিনের পর দিন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য অভিনব কায়দায় বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। কংগ্রেসদের দাবি, অবিলম্বে ঝাড়ু মেরে দূর করা উচিত এইসব প্রশাসকদের।
Advertisements
পরিস্থিতি বেগতিক দেখে থানার সামনে শুরু হয় মাইকিং। পুলিশের প্রতিনিধি বলেন, ‘আপনাদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধি ঠিক করে তাদের সাথে কথা বলব।’পাঁচজন বাদে বাকি কেউ এলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মহিলা বাসিন্দারা।