Congress: পঞ্চায়েতে হাজারের বেশি গ্রামে কংগ্রেসের জয়

সকালে ভোট গণনা পর্বকালীন সময় থেকে হাড্ডাহাড্ডির লড়াই চলছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের। এবার কংগ্রেস ১০৭১ আসনে জয়ী হয়েছে, এবং এগিয়ে রয়েছে ৩৬৭ আসনে।…

short-samachar

সকালে ভোট গণনা পর্বকালীন সময় থেকে হাড্ডাহাড্ডির লড়াই চলছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের। এবার কংগ্রেস ১০৭১ আসনে জয়ী হয়েছে, এবং এগিয়ে রয়েছে ৩৬৭ আসনে। সম্পূর্ণ ফলাফল আসলে আরও বড় জয় হবে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

   

যত সময় গড়াচ্ছে দাঁড়িপাল্লার হিসব যেন প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। দুপুর পর্যন্ত নজরে এসেছে একাধিক জায়গায় জয়ী হয়েছে তৃণমূল দল। পিছিয়ে ছিল কংগ্রেস। তবে এবার যেন কংগ্রেস কর্মীদের প্রাণে জল এসেছে। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বাম জোট মুর্শিদাবাদ ও মালদায় চমক তৈরি করবে বলে দুই দলের নেতারা দাবি করেছেন।

পঞ্চায়েত ভোট গ্রহণ পর্বকালীন সময় থেকে দলের একের পর এক হিংসা সন্ত্রাস ও ভোট চুরিতে এবার পঞ্চায়েতে আসন গ্রহণে পথে হতাশ হয়েছিল কংগ্রেস কর্মীরা। তবে এবার এখনো পর্যন্ত এতগুলো আসনের জয়ী হয় আসার আলো দেখতে পেয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিজের মুর্শিদাবাদে কংগ্রেসের জয়ের নিরিখে পরবর্তী লোকসভার ভোটে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের শক্তিশালী এলাকা মালদাতেও চমক হবে বলে সেই জেলার নেতারা দাবি করেছেন।