Coal Scam: বাংলায় নাটকীয় ঘটনা, আত্মসমর্পণ করল কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি

চতুর্থ দফার লোকসভা ভোটের পরের দিনে বাংলায় এক নাটকীয় ঘটনা ঘটে গেল। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) মূল অভিযুক্ত অনুপ…

চতুর্থ দফার লোকসভা ভোটের পরের দিনে বাংলায় এক নাটকীয় ঘটনা ঘটে গেল। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

Advertisements

এহেন ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আজ মঙ্গলবার মূলত জামিনের আর্জি নিয়ে আসানসোলে অবস্থিত সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয় লালা।

   

 সুপ্রিম কোর্টের দেওয়া ‘গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষা’র কারণেই সিবিআই গোয়েন্দাদের হাতে গ্রেফতারি এড়িয়ে গিয়েছিলেন লালা বলে খবর। তবে আসানসোলের বিশেষ আদালত, যেখানে কয়লা পাচার মামলার শুনানি চলছে, সেই বিশেষ আদালত সিবিআইকে এই মামলায় চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, যেহেতু ২১ মে সিবিআইয়ের চার্জশিট দাখিল করার কথা ছিল, তাই সোমবার চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন শেষ হওয়ার একদিন পরেই বিশেষ আদালতে আত্মসমর্পণের পথ বেছে নেন লালা।

ইতিমধ্যেই সিবিআই প্রশ্ন তুলেছে, লালাকে জিজ্ঞাসাবাদ করতে না পারলে তারা কীভাবে এই মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করবে। বিশেষ আদালতের বিচারপতি বলেন, শীর্ষ আদালতের গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষা থাকলেও লালাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই আধিকারিকদের বাধা নেই।

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) কয়লা পাচার কাণ্ডের আর্থিক তছরুপের দিকটি নিয়ে সমানভাবে তদন্ত চালাচ্ছে এবং এই বিষয়ে ইডি আধিকারিকদের লালাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে। এখন দেখার বিষয় ইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেবেন কি না।

২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু হয়। এখনও পর্যন্ত কোল ইন্ডিয়া লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কয়েকজন আধিকারিক-সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন এখন জামিনে রয়েছেন।