Coal Scam: সিবিআইয়ের প্রথম চার্জশিটে তৃণমূল ঘনিষ্ঠ লালা সহ ৪১ জনের নাম

TMC সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরাকে ফের জেরা করার ইঙ্গিত

কয়লা পাচার (Coal Scam) মামলার তদন্তে চার্জশিট পেশ করল সিবিআই। আসানসোলের বিশেষ আদালতে বিচারপতি রাজেশ চক্রবর্তীর এজলাসে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। এই চার্জশিটে রয়েছে অনুপ মাঝি ওরফে লালার নাম।

মোট ৪১ জনের নামে চার্জশিট। এদের অন্যতম বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নারায়ণ নন্দাদের নাম। যে আট জন ইসিএল আধিকারিদের সিবিআই গ্রেফতার করেছে, তাদের নামও উল্লেখ রয়েছে। এছাড়া রয়েছে আসানসোল দুর্গাপুরের দশটি বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম।

   

সিবিআই সূত্রে খবর, পরবর্তীতে আরও অনেকজনের নাম যুক্ত হবে। যারা জেলে রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন, সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। এই ৪১ জনের বাইরে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এখনও ১৫ জন কয়লা মাফিয়াদের নাম রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, এই মুহুর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছে। এখনই তাকে গ্রেফতার করা যাবে না। পলাতক বিনয় মিশ্র। তার ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই। এরা সবাই তৃণমূল ঘনিষ্ঠ।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন