মান-অভিমান অতীত! কুণাল ঘোষকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

মান-অভিমান অতীত (Kunal Ghosh)। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিরাট দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার…

Kunal Ghosh predicts Governor CV Ananda Bose-s move on Sayantika Banerjee Reyat Hussain-s oath

মান-অভিমান অতীত (Kunal Ghosh)। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিরাট দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার মানিকতলা উপনির্বাচন নিয়ে নবান্নে বৈঠক ডাকা হয়েছিল। মূলত প্রার্থী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং কুণাল ঘোষ। এলাকার কাউন্সিলররাও ছিলেন বৈঠকে। মানিকতলা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেও বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, বৈঠকে স্থির হয়েছে ১০ জুলাই হতে চলা মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছে সুপ্তি।

   

একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কুণাল ঘোষকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আহ্বায়ক করা হচ্ছে। মানিকতলা উপনির্বাচনের চিফ ইলেকশন এজেন্ট হচ্ছেন অনিন্দ্য রাউত। বৈঠক থেকে বেরিয়ে কুণাল বলেন, দল ও সংগঠনের বিষয়ে আলোচনা হয়েছে। পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে।

বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা

লোকসভা ভোট মিটতেই বাংলায় বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। ১০ জুলাই মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে নির্বাচন। একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ২০ হাজার ২৩৮ ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। ২০২২-র ফেব্রুয়ারিতে মৃত্যু হয় সাধন পাণ্ডের।

তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলার সম্প্রতি নিষ্পত্তি ঘটেছে। আদালত উপনির্বাচনের নির্দেশ দিয়েছে।

মিলতে চলেছে মমতার ভবিষ্যতবাণী? সরকার গঠন করলেও NDA-তে অসন্তোষ বাড়ছে