Mamata Banerjee: জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বগটুই ইস্যুতে আক্ষেপের সুর মুখ্যমন্ত্রীর

শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে উঠে এল বগটুইয়ের প্রসঙ্গ৷

CM Mamata Banerjee addressing the media in Birbhum

শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে উঠে এল বগটুইয়ের প্রসঙ্গ৷ মুখ্যমন্ত্রীর মুখেতেও শোনা গেল আক্ষেপের সুর৷ এক বছরের মধ্যেই বীরভূমের বদলে যাওয়া মানচিত্র ভাবাচ্ছে মুখ্যমন্ত্রীকেও। তা এদিনের বক্তব্যেই স্পষ্ট৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওদের জন্য কী করিনি? চাকরি দিয়েছি। ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি। তারপরেও অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। বর্তমানে বীরভূমের পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সুপ্রিমো মাঝে-মধ্যে কাজল শেখকে বগটুই গ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ বগটুইয়ে ১০ জনের মৃত্যু হয়৷ ঘটনার পরেই উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অথচ এক বছর পর মিহিলাল শেখরা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মেলালেন। যা নিয়ে ভিন্ন সুর মুখ্যমন্ত্রীর গলাতেই৷

একইসঙ্গে বীরভূমের কোর কমিটিতে ৫ জনের জায়গায় ৭ জনকে রাখা হয়েছে৷ তবে জেলা সভাপতি বদল করা হয়নি। গরু পাচার মামলায় এই মুহুর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। বকলমে অনুব্রত মণ্ডল-ই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি রইলেন। ফলে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে তৃণমূল নেতৃত্ব এখনও কেষ্টর উপরই ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।