Mamata Banerjee: জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বগটুই ইস্যুতে আক্ষেপের সুর মুখ্যমন্ত্রীর

164
CM Mamata Banerjee addressing the media in Birbhum

শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে উঠে এল বগটুইয়ের প্রসঙ্গ৷ মুখ্যমন্ত্রীর মুখেতেও শোনা গেল আক্ষেপের সুর৷ এক বছরের মধ্যেই বীরভূমের বদলে যাওয়া মানচিত্র ভাবাচ্ছে মুখ্যমন্ত্রীকেও। তা এদিনের বক্তব্যেই স্পষ্ট৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওদের জন্য কী করিনি? চাকরি দিয়েছি। ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি। তারপরেও অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। বর্তমানে বীরভূমের পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সুপ্রিমো মাঝে-মধ্যে কাজল শেখকে বগটুই গ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ বগটুইয়ে ১০ জনের মৃত্যু হয়৷ ঘটনার পরেই উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অথচ এক বছর পর মিহিলাল শেখরা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মেলালেন। যা নিয়ে ভিন্ন সুর মুখ্যমন্ত্রীর গলাতেই৷

একইসঙ্গে বীরভূমের কোর কমিটিতে ৫ জনের জায়গায় ৭ জনকে রাখা হয়েছে৷ তবে জেলা সভাপতি বদল করা হয়নি। গরু পাচার মামলায় এই মুহুর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। বকলমে অনুব্রত মণ্ডল-ই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি রইলেন। ফলে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে তৃণমূল নেতৃত্ব এখনও কেষ্টর উপরই ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।